আল-কাসসাম ব্রিগেডের তরুণ নির্ভীক অকতুভয় মুখপাত্র কমান্ডার আবূ উবাইদা নি: সন্দেহে আল-কুদসের শহীদদের (শুহাদাউল কুদস) অন্তর্ভুক্ত।
তার শাহাদাতে সবাইকে তাসলিয়ত (শোক ও সমবেদনা) ও তাবরীক (অভিনন্দন)। এ সব বীর মুজাহিদের শাহাদাতে নি: সন্দেহে যালিম ইসরাইলের ধ্বংস হবে অনিবার্য। ইসরাইল যতই হত্যাকাণ্ড করুক না কেন টিকতে পারবে না।
আজ ভোর রাতে:
এই মাত্র পাওয়া খবর: ইসরাইল দাবি করেছে: আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র কম্যান্ডার আবূ উবাইদা ইসরাইলের এক হামলায় উত্তর গাযায় শাহাদাত বরণ করেছেন।
এখন এই খবর সমর্থিত হওয়ার অপেক্ষায়।
এ সব মুজাহিদের জিহাদের পুরুস্কার শাহাদাত যা এদের প্রাপ্য। কম্যান্ডার আবূ উবাইদা ইয়াহইয়া সিনওয়ারদের বিছানায় মৃত্যু তাদের জন্য কলংক স্বরূপ। এ সব মুজাহিদের জন্য শাহাদাত হচ্ছে রূপবতী যুবতীদের গলার হারের চেয়েও অধিক শোভন ও সৌন্দর্য বর্ধক। সংগ্রাম ও জিহাদের ময়দানে সংগ্রাম ও জিহাদরত অবস্থায় এদের শাহাদাতের পবিত্র সুরা পান আল্লাহ পাকের দরবারে এদের মর্যাদার পরিচায়ক।এরা জীবিত ও আল্লাহ পাকের পক্ষ থেকে রিযিক প্রাপ্ত। তাই এদের বলতে হয়: হানিয়ান্ লাকুমুশ শাহাদাহ্ ( শাহাদাত আপনাদের জন্য মনোজ্ঞ ও মধুর হোক)
শাহাদাতের জন্য উদ্দীপ্ত সাহসী তরুণ এ কমান্ডার বলতেন: ইন্নাহু -তূফানুল আকসা-জিহাদুন ইম্মা নাসর আওয়িসতিশহাদ্ (নিশ্চয়ই এটা-তূফানুল আকসা- জিহাদ হয় এতে বিজয় না হয় শাহাদাত)।
উল্টাপাল্টা মিথ্যা অসমর্থিত খবরাখবর প্রচার করছে ইসরাইল খুব সাংঘাতিক ভাবে যাতে সবাই বিভ্রান্ত এবং ইসরাইল তার লক্ষ্যে যেন পৌঁছাতে সক্ষম হয়। এখন পর্যন্ত আবূ উবাইদার নিহত হওয়ার সমর্থিত হয় নি বলে খবর এসেছে। তবে অপেক্ষা করতে হবে কয়েক দিন প্রকৃত খবরের জন্য।
ইসরাইল জটিল হাইব্রিড প্রচারণামূলক কমপ্লেক্স সাইকোলজিক্যাল ওয়ার ফেয়ারে খুব সিদ্ধ হস্ত পাকা খেলোয়াড়।
হামাসের বক্তব্য আবূ উবাইদা সহ আল-কাসসাম ব্রিগেড ও আল-আকসা ব্রিগেডের কম্যান্ডার দের টার্গেট কিলিং -এর পরিকল্পনা বাস্তবায়নের জন্য এধরনের প্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে।
কম্যান্ডার আবূ উবাইদার শাহাদাত এবং শহীদ ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাতের কেস হিস্ট্রি বিশ্লেষণ করলে ইসরাইল ও মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর মারণাস্ত্র অর্থাৎ ওদের জটিল হাইব্রিড প্রচারণামূলক কমপ্লেক্স সাইকোলজিক্যাল ওয়ার ফেয়ারের কিছু কিছু দিক বোঝা যাবে।
লেখক: ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান